আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

হাটহাাজারীতে বসতঘর পুড়ে নিঃস্ব ৬ পরিবার

মাহমুদ আল আজাদ হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১৪ জানুয়ারী ২০২৩ ০৫:৫৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছয় পরিবার নিঃস্ব হয়ে গেছে।শনিবার(১৪জানুয়ারী)দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার মেখল ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাজী আব্দুল আলী শিকদারের বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।এতে প্রায় ২০লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ঘরের রক্ষিত নগদ২ পরিবারের ৫লক্ষ টাকা সহ ছয়টি ঘরের মালামাল সহ আসবাবপত্র আগুনের লেলিহান শিখায় পুড়ে ভষ্মিভূত।পরনের খাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেনি এ পরিবারগুলো। পুড়ে যাওয়া ছয়টি ঘরের মধ্যে টিনশেট ও সেমিপাকা ঘর। বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষি পরিবার জানান,তার ঘরে ধান ও গরু বিক্রির ৩লক্ষ ৫০হাজার টাকা পুড়ে গেছে।আগুনের তীব্রতা দেখে ঘুম থেকে ছেলেমেয়েদের বুকে নিয়ে দৌড়ে বের হয়েছি।যদি বের করতে না পারতাম আমার ছেলে মেয়েরা আগুনে পুড়ে শেষ হয়ে যেত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল মোঃ জাকির হোসেন,মোঃ তৌহিদুল আলম,মোহাম্মদ ইউসুফ,মোঃ মামুন,শাহাদাত হোসেন,মোঃ শাহিন,মোহাম্মদ ফয়জুল্লাহ। হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান বলেন,মেখল এলাকায় আগুনে টিনসেট ও সেমিপাকা ৬বসতঘর পুড়ে গেছে।আমাদের ১টি ইউনিট ১ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনা হয়।