আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

হাটহাজারীতে ১১টি ফার্মেসীকে জরিমানা

মাহমুদ আল আজাদ,হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১৭ অক্টোবর ২০২২ ০৬:৪৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারীতে ১১টি ঔষধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করে ১লক্ষ ৭৬হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।রবিবার(১৬ অক্টোবর)বিকেল থেকে রাত সাড়ে ৮ পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহিদুল আলম। বিকেল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ১১টি ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, বিক্রি নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ ও ড্রাগ লাইসেন্স না থাকা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অপরাধে ঔষধ আইন-১৯৪০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১ লক্ষ ৭৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়। মা মেডিকেল হলকে ৫০০০,ইসলাম ফার্মেসীকে ৫০০০,মক্কা মেডিসিন হাউস ১৫০০০,নিউ ইহসান মেডিসিন হলকে ২০,০০০,চৈতী ফামের্সীকে ২৫,০০০,ঝিনুক ফার্মেসীকে ৬০০০,ইহসান মেডিসিন ১৫,০০০,সিরাজুদ্দৌলা ফার্মেসী ১২০০০,আল মদিনা ফার্মেসী ৮০০০, বাংলাদেশ মেডিকেল ৫০,০০০ ওটিটু ফার্মেসী ১৫,০০০ টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মো.শাহিদুল আলম বলেন,মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, বিক্রি নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ সহ বিভিন্ন অনিয়মের কারনে ১১ফার্মেসীকে জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার আইনে। অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মোঃ শাখাওয়াত হোসেন রাজু আকন্দ ও তার টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।