আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

হাটহাজারীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে গুরুতর আহত

হাটহাজারীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে গুরুতর আহত | প্রকাশের সময় : সোমবার ১২ জুন ২০২৩ ০৮:৫৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

উপজেলার মির্জাপুর ইউনিয়নে এনায়েত গণি সুমন (৩৭) নামে একজন হত্যা মামলার আসামীকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। রোববার সন্ধ্যা পৌণে সাতটার দিকে ওই ইউনিয়নের কালা বাদশাহ পাড়া শফি মাস্টারের বাড়ির সংলগ্ন পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। আহত সুমন ওই বাড়ির শফি মাস্টারের পুত্র।

জানা গেছে, আহত সুমনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে একই এলাকার শেখ আহম্মদ ডাঃ এর বাড়ির মৃত লতু মিস্ত্রির পুত্রদের সাথে পারিবারিক দ্বন্দ চলছিল। দ্বন্দের সূত্র ধরে বিগত ২১ সালের ১৭ ডিসেম্বর সুমন বাহিনী মৃত লতু মিস্ত্রির পুত্র হোসেন এলাহী প্রকাশ বাচাকে

প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং 

মোমেন এলাহী প্রকাশ কালুকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় র‍্যাবের হাতে আটক হয়ে এক বছর জেল খেটে জামিনে বাড়িতে আসে সুমন। মূলত ভাই হত্যার প্রতিশোধ নিতেই সুমনকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়েছে ২১ সালে গুরুতর আহত হয়ে বেঁচে যাওয়া মোমেন এলাহী প্রকাশ কালু ও তার দুই সহোদর মোহছেন এলাহী ও ইকবাল। তবে ঘটনার সময় এম এ সালাম নামে আরো একজন উপস্থিত ছিল বলে জানান ,আহতের স্ত্রী আছমা আক্তার।

আহত সুমন বর্তমানে চমেক হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন আছেন।শরীরের বিভিন্ন অংশে প্রায় ৩০/৪০টি কোপ দিয়েছে।এমনকি অন্ডকোষেও কোপ দিয়ে আলাদা করে ফেলেছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষে  সুমনের শালা লিটন বাদী হয়ে মামলা রুজু করেছে। মামলা নং ১৯।

 

অভিযান চালিয়ে জড়িত ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হল মৃত শামসুল আলমের পুত্র আবদুস সালাম(৪৫)মৃত লতু মিস্ত্রির পুত্র ইকবাল(৩৪) ও  মোমেন এলাহীর স্ত্রী শিবলী আকতার(৩২)।পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

 

আহত সুমনের স্ত্রী আছমা বলেন, এম এ সালামের উস্কানি আজকের এ ঘটনা। সরকারহাট বাজার থেকে ওষুধ আর মশার কয়েল নিয়ে বাড়ি ফিরছিলেন সুমন। বাড়ির সংলগ্ন পুকুর পাড়ে পৌছলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অংশে কোপাতে থাকে। একটি ছোট্ট মেয়ের মাধ্যমে খবর পেয়ে ভাসুর লিটনসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা বেগতিক হওয়ায় চমেক রেফার করে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। তার অবস্থা আশঙ্খাজনক বলেও জানান তিনি। তবে অভিযুক্ত মোমেন এলাহী প্রকাশ কালুকে স্বামী কর্তৃক কুপিয়ে গুরুতর আহত ও তার ভাই হোসেন এলাহীকে কুপিয়ে হত্যার ঘটনাকে গোপন রেখে বলেন, অভিযুক্তরা তার সৎ ভাই। তার সম্পত্তি আত্মসাৎ করতেই তারা তাকেসহ তার স্বামী সন্তানকে হত্যার চেস্টা করছে। আমার স্বামী মৃত্যু যন্ত্রনায় আইসিওতে চটপট করছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সবুজ জানান,সুমন নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে।থানায় পরিবারের পক্ষ থেকে মামলা রুজু করেছে।ঘটনার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে জড়িত তিনজনকে আটক করেছে।অন্যান্য আসামীদের আটক করতে পুলিশ মাঠে কাজ করছে।