আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

হাটহাজারীতে শেখ রাসেল দিবস পালিত

মাহমুদ আল আজাদ হাটহাজারী প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২ ০৭:০৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে হাটহাজারীতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।নানা আয়োজনে দিবসটি হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস-২২ইং পালন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‌্যালী, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে এ দিবস উদযাপন করা হয়। র‌্যালী ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা মিলনায়তনে নিবার্হী কর্মকর্তা মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী চৌধুরী, মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন সবুজ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম, সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন, নিসচা'র সভাপতি ওজাইর আহমদ হামিদী, সহ বীরমুক্তিযোদ্ধাগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গনমাধ্যমকর্মীরা।এছাড়া দিবসটি উপলক্ষে উদ্বোধনী ও স্বর্ণপদক অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপভোগ করেন উপস্থিত সকলেই।পরে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।