আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

হাটহাজারীতে ভুয়া দলিলে জায়গা দখল চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী: | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ০৯:১৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারী পৌরসভা এলাকায় ভুয়া দলিল সৃষ্টি করে জায়গা দখলে নেয়ার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা।

 

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকাল পৌনে তিনটার দিকে হাটহাজারী উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

নাজির আলীর ওয়ারিশ ও বর্তমান বিএস খতিয়ানের মালিক এইচ এম মনসুর আলীর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মছুদা খাতুনের ওয়ারিশ নুর ইসলাম, ফুল মিয়ার ওয়ারিশ মানিক, জানে আলম, আলী হোসেনের ওয়ারিশ মো. ইউনুচ প্রমুখ।

 

প্রতিবাদ সমাবেশে তারা জানান, হাটহাজারীর ফটিকা মৌজা আর এস রেকর্ড মূলে মালিক জান আলীর পুত্র নাজির আলী। নাজির আলী মৃত্যুকালে এক পুত্র আছদ আলীকে রেখে যান। আছদ আলীর মৃত্যুকালে এক ছেলে আলী হোসেন, এক কন্যা মছুদা খাতুন ও স্ত্রী জোবেদা খাতুনকে রেখে যান। আমরা উপরোক্ত ব্যক্তিদের বৈধ ওয়ারিশ হই এবং ওয়ারিশ মূলে সর্বমোট ৮৬ শতক জায়গা আমাদের নামে নামজারি হয় যা আমাদের দখলে আছে এবং আমরাই ভোগ করছি। সম্পত্তিগুলোর কাগজে কলমে প্রকৃত মালিক হলাম আমরা। কিন্তু গত ২৯ শে নভেম্বর আমাদের জায়গা ভুয়া দলিল তৈরী করে অবৈধভাবে দখল করতে আব্দুল মোনাফের ছেলে নাসির উদ্দিন, আবুল বশরের ছেলে মিজানুর রহমান ও চিকনদন্ডী ইউনিয়ন বড়দিঘির পাড় এলাকার ভাড়াটিয়া সন্ত্রাসী নাছির প্রকাশ হাড্ডি নাছির সম্পূর্ণ অন্যায় ও বেআইনীভাবে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। আমরা এমন অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

 

এসময় বক্তারা আরো বলেন, নাসির গংদের ভিটাও আমাদের মৌরশী সম্পত্তি। উক্ত গং আমাদের মৌরশী সম্পত্তির অবৈধ দখলদার। তারা গত ৫৩ বছর ধরে আমাদের সম্পদ অবৈধভাবে দখল করে আছে। ইতিমধ্যে আমরা আজিমপাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় উক্ত গং হতে আমাদের মৌরশী সম্পত্তি উদ্ধার করে ওয়ারিশদের মাঝে বন্টন চূড়ান্ত করে সীমানা নির্ধারণও সম্পন্ন করেছি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।