আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

হাটহাজারীতে ভাড়া নিয়ে সিএনজি অটোরিকশা চালকদের নৈরাজ্য

মোঃ পারভেজ, হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১০ অগাস্ট ২০২২ ০১:৫১:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

দেশব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাসের ভাড়া বাড়লেও হাটহাজারী উপজেলার বিভিন্ন সড়কে ভাড়া নিয়ে নৈরাজ্য সৃষ্টি করছেন সিএনজি অটোরিকশা চালকরা। উপজেলার প্রায় সব জায়গার চিত্র কমবেশি একই রকম। অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী সাধারণের সাথে সিএনজি অটোরিকশা চালকদের বাকবিতন্ড নিত্য দিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। সিএনজি অটোরিকশার বাড়তি ভাড়ায় বেকায় পড়ছেন শিক্ষার্থী এবং নিম্ন আয়ের সাধারণ মানুষ। যত্রতত্র যাত্রী ওঠানামা, মহাসড়কের দুইপাশ দখল করে অবৈধ পার্কিং, যাত্রীদের গন্তব্যস্থলে যেতে না চাওয়াসহ সিএনজি অটোরিকশা চালকদের প্রতি যাত্রী সাধারণের অভিযোগের শেষ নেই।

মঙ্গলবার (৯ আগস্ট) উপজেলার হাটহাজারী বাস স্টেশন, হাটহাজারী বাজার, সরকারহাট, কাটিরহাট, চৌধুরীহাট, আমানবাজার এলাকা ঘুরে যাত্রী সাধারণের সাথে কথা বলে জানা যায়, গ্যাসের দাম বৃদ্ধি না পেলেও তেলের মূল্য বৃদ্ধিতে সিএনজি অটোরিকশা চালকরা অনেকটা যাত্রীদের জিম্মি করে কোন নির্দিষ্ট নিয়ম না মেনে যে যার মত ভাড়া আদায় করছেন।

হাটহাজারী বাস স্টেশন এলাকায় কথা হলে বেসরকারি কর্মজীবী হাবিব উল্লাহ বলেন, তাকে প্রতিদিন হাটহাজারী বাস স্টেশন হতে সরকারহাটে যাওয়া আসা করতে হয়। এতে তাকে কখনো ১০টাকা. কখনো ১৫ টাকা আবার কখনো ২০ টাকা ভাড়া প্রদান করতে হয়। অন্যদিকে মিনু আক্তার নামে এক গৃহিনী জানান, হাটহাজারী কলেজ গেইট হতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় গত কয়েক মাসে আগেও ২০০ টাকা ভাড়ায় সিএনজি নিয়ে গেলেও বর্তমানে সিএনজি চালকরা ২৫০-৩০০ টাকার নিচে যেতে চান না। সরকারি সিটি কলেজ এর ছাত্র সাফায়াত আলম বলেন, তিনি প্রতিদিন ৩০ টাকা ভাড়ায় হাটহাজারী বাস স্টেশন হতে নগরীর অক্সিজেন গেলেও তেলের মূল্য বৃদ্ধির পর থেকে সিএনজি চালকরা ৪০-৫০ টাকা ভাড়া আদায় করছেন।

এদিকে মহাসড়কের দুইপাশ দখল করে পার্কিং এর ফলে চৌধুরীহাট, হাটহাজারী বাসস্টেশন, সরকারহাট এলাকায় সৃষ্ট যানজট জনদুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। কোন প্রকার ট্রাফিক রুলস তোয়াক্কাই করেন না অধিকাংশ সিএনজি অটোরিকশা চালকরা। যত্রতত্র যাত্রী ওঠানামা এবং অনিয়ন্ত্রিত গতির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী বাজার হতে নাজিরহাট পর্যন্ত সড়ক দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 

সিএনজি অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে কথা হলে হাটহাজারী ট্রাফিক পুলিশ জোনের অফিসার ইনচার্জ বখতিয়ার জানান, বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি আরো জানান, হাটহাজারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়