আজ বুধবার ২৬ জুন ২০২৪, ১২ই আষাঢ় ১৪৩১
মালিকের দাবি কেউ লাগিয়েছে

হাটহাজারীতে বেকারি পন্যের গুদামে অগ্নিকাণ্ড

হাটহাজারী প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ০৬:২১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারীতে বেকারি পন্যের গুদামে এক অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। মঙ্গলবার ভোর ৫ টার দিকে হাটহাজারী পৌর সদর ৭ নং ওয়ার্ডের পূর্ব আলমপুর মিরেরহাট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বেকারি পন্যের মালিক মোঃ শওকত।

 

জায়গার মালিক মোঃ লোকমান জানান, তিনদিন আগে আকিজ গ্রুফের বেকারি পণ্য রাখার জন্য ভাড়া দেয়া হয়। গুদামে বিদ্যুতের সংযোগ দেয়া হয়নি। নিশ্চয় কেউ এ ঘটনা ঘটিয়েছে। 

 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। কারণ উদঘাটনে কাজ চলছে।

 

থানার পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।