আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

হাটহাজারীতে ফুটপাত দখলমুক্ত করতে কঠোর প্রশাসন

মাহমুদ আল আজাদ,হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ০৬:৪৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে জনদুর্ভোগ লাগবে অভিযান চালিয়ে ২৬ মামলায় ২২৫০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার(২০অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম। উপজেলার সরকারহাট হতে নাঙ্গলমোড়ামুখী সড়কের ফুটপাত অবৈধভাবে দখল করে পথচারীদের ভোগান্তিতে ২২ দোকানী'কে ১১,৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন গরুর মাংসের দোকানে মূল্যতালিকা সংরক্ষণ না করায় দুই ব্যবসায়ী'কে ৮,হাজার এবং জন্মনিবন্ধন ফরম পূরণ করে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে এক কম্পিউটার দোকানীকে ১হাজার,আফ্রিকান মাগুর বিক্রয়কালে এক ব্যবসায়ী'কে মৎস সুরক্ষা আইনে ২হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২৬টি মামলায় অভিযুক্তদের মোট ২২হাজার ৫শত টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযানে অংশ নেন,উপজেলা মৎস কর্মকর্তা নাজমুল হুদা, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন খান। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার পুলিশ ফোর্স। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলম জানান, অবৈধ ভাবে ফুটপাত দখল করে পথচারীদের ভোগান্তির সৃষ্টি সহ বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।