আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন আরো ৬০ পরিবার

মোঃ পারভেজ, হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ ০৬:৩৪:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় হাটহাজারীতে ভূমিহীন ও গৃহহীন ৬০টি পরিবার পাচ্ছেন ঘর। এর আগে হাটহাজারীতে ১ম পর্যায়ে ১৫ টি, ২য় পর্যায়ে ১০ টি এবং ৩য় পর্যায়ের ১ম ধাপে ২৪ টি ঘর প্রদান করা হয়েছিল। 

৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (১৯ জুলাই) হাটহাজারী উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, ৩য় পর্যায়ের ২য় ধাপে উপজেলার হাটহাজারী পৌরসভায় ২৪ টি ও মধ্যম পাহাড়তলি পশ্চিম আলমপুর এলাকায় ৩৬টিসহ মোট ৬০ টি ঘর গৃহহীন ও ভূমিহীনদের প্রদান করা হবে। আগামী বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মত হাটহাজারীতেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের  উদ্বোধন করবেন। উক্ত প্রেস ব্রিফিংএ সহকারী কমিশনার ভূমি আবু রায়হানসহ স্থানীয়  সংবাদকর্মীরা  উপস্থিত ছিলেন।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়