আজ রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

হাটহাজারীতে পাহার কাটার দায়ে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ০৮:৫২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার(১৭ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান ১ নাম্বার ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, গভীর জঙ্গলে একটি চক্র অবৈধভাবে মাটিকেটে পাহাড় গুলো ধ্বংস করে ফেলছে। মাটিকাটা ও পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, এসব পাহাড়ে অভিযান চালতে গিয়ে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। যেহেতু এ এলাকাগুলোতে সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ থাকে না। তাই গাড়ি একটি নির্দিষ্ট জায়গায় রেখে পায়ে হেঁটে এই গভীর জঙ্গলের পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। তাছাড়া মাটি খেকো চক্রটি বিভিন্ন স্থানে অবস্থান করে। যখনই তারা প্রশাসন বা পুলিশের গাড়ি দেখে তখনই তারা মোবাইলের মাধ্যমে সকলকেই অবহিত করলে তারা দ্রুত সরে পড়ে। অভিযানে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।