আজ বুধবার ৮ মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

হাটহাজারীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা সহ ৩০ভরি স্বর্ণালংকার লুট

মাহমুদ আল আজাদ হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ ০৬:২০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাজি নজুমিয়া সওদাগরের বাড়ির মো. রাশেদের ঘরে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ৩০ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লক্ষ টাকা নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার জানায়। মো. রাশেদ ওই বাড়ির মৃত আহমদ হোসেনের ছেলে। চট্টগ্রাম নগরে জুয়েলারী দোকান রয়েছে তার। সরেজমিনে ভুক্তভোগী মো. রাশেদ জানান, রাত ৩ টা ২৫ মিনিটের দিকে বাড়ির লোহার জানালার একটি অংশ হাইড্রোলিক কাটার দিয়ে আটজনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করেই তার রুমে ডুকে সস্ত্রীক ওড়না দিয়ে হাত পা বেঁধে ফেলে। ছিনিয়ে নেয় স্ত্রীর গলায় ও আলমারিতে থাকা ৩০ ভরি স্বর্ণলঙ্কার। অপরদিকে ডাকাতরা দোতলায় উঠে আলমিরা তছনছ করে তার মেয়েকে দোতলা থেকে এনে পিতামাতার সাথে তাকেও ওরনা দিয়ে হাত পা বেঁধে ফেলে। ডাকাতদল মোবাইল, ল্যাপটপ না নিলেও বাচ্চাদের দুটি মাটির ব্যাংক ভেঙ্গে প্রায় ২৫ হাজার সহ ঘরে থাকা দুই লক্ষ নিয়ে যায়। তিনি বলেন, ডাকাতদল গ্লাবস, থ্রী কোয়ার্টার পেন্ট, টি শার্ট ও মুখোশ পরিহিত ছিলেন। পায়ে কোন জুতা কিংবা স্যান্ডেল ছিলনা। আধ ঘন্টার উপরে অবস্থান করা ডাকাতদল যাওয়ার সময় ঘরের বাতি নিভিয়ে ঘরের প্রধান দরজা দিয়ে বেরিয়ে যান। যাওয়ার সময় তাদের পোষাক বদলে নতুন কাপড় পরিধান করে বের হন। তাদের রেখে যাওয়া কাপড় পুলিশ আলামত হিসেবে নিয়ে যান বলে জানান তিনি। যাওয়ার সময় কোন মামলা মোকাদ্দমা না করার কথা বলে শাসিয়ে যান রাশেদের স্ত্রী শিরিন সুলতানাকে।এদিকে ঘটনার পর পর মদুনাঘাট পুলিশ ফাঁড়ি, স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মডেল থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেন।