চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার এগার মাইল এলাকায় আলাউল ফিলিং স্টেশনে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি আবু রায়হান।
তিনি বলেন, পৌরসভার এগার মাইল এলাকায় আলাউল ফিলিং স্টেশনে ওজন ও পরিমাপে কারচুপির সংবাদ অবহিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখতে পায় জ্বালানী তেল পরিমাপের সময় ১ টি অকটেন ও ৩ টি ডিজেল ডিসপেন্সি ইউনিটে প্রতি ১০ লিটারে গড়ে ১৫০ মিলি লিটার কম প্রদান করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই'র প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার জারিন তাসনিম, পরিদর্শক জিল্লুর রহমান, সজীব চৌধুরী এবং নূরে আলম। হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।