হাটহাজারীতে একই তিন প্রজাতির মোট ২১টি সাপ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। যার মধ্যে ১৮টি পদ্ম গোখরা, ১টি দুধ রাম এবং ২টি ঘর গিন্নি সাপ।
বুধবার (১৭নভেম্বর) উপজেলার নন্দীরহাটের পূর্বে শাহ আলমের বাড়ী থেকে ১৮টি পদ্ম গোখরা, সন্দীপ পাড়ার সোনামিয়া সর্দারের বাড়ি থেকে ১টি দুধ রাম সাপ ও ফতেপুর মদন হাট এলাকার শেখ কমিউনিটি সেন্টারের সামনে একটি ভাড়া বাসা থেকে ২টি ঘর গিন্নি সাপ এসআরটিবিডি সহযোগিতায় উদ্ধার করা হয়
এ ব্যাপারে বাংলাদেশ বন বিভাগ হাটহাজারী রেঞ্জের কর্মকর্তা মোঃফজলুল কাদের চৌধুরী জানান, বূধবার সকালে খবর পেয়ে পদ্ম গোখরা, দুধরাম ও ঘর গিন্নি প্রজাতির মোট ২১টি সাপ ঘটনাস্থলে হতে এসআরটিবিডি সহযোগিতায় উদ্ধার করে হাটহাজারী রেঞ্জের আওতাধীন গহীন বনে সাপগুলোকে অবমুক্ত করা হয়।