হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাসেল(৩৫)নামের এক ব্যবসায়ী মারা গেছে।মঙ্গলবার(২২নভেম্বর)সকাল সাড়ে ১০টার দিকে অক্সিজেন হাটহাজারী সড়কের বাসস্টেশন সিএনজি গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যায়।স্থানীয় উৎসুক জনতা ভীড় জমার কারনে দু পাশে প্রায় দেড় ঘন্টা যানজট সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রী ও পথচারীরা। নিহত রাসেল ছিপাতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত ইবরাহীমের পুত্র। সে ২ছেলে ১কন্যা সন্তানের জনক। সরেজমিনে গিয়ে হাইওয়ে পুলিশ ও পুলিশ ও প্রত্যক্ষদর্শী বরাত জানা যায়,প্রতিদিনের ন্যায় রাসেল তার কর্মস্থল নগরে যাওয়ার জন্য রওনা হয় মোটরসাইকেল যোগে।বাসস্টেশন এলাকায় একটি ইট বোঝায় ট্রাক নগর দিকে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে ট্রাককে অভারটেক করতে গিয়ে ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।এসময় তার মাথা থেতলে মগজ বের হয়ে গেছে।পরে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ও মোটরসাইকেল উদ্ধার সহ ট্রাক জব্দ করে। যানজট নিরসন করতে পুলিশ প্রায় আদাঘন্টা কাজ করেছে। ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু জানান,দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করি।পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।