জলাধার ভরাটের দায়ে হাটহাজারীতে সুবল ধর নামের এক ব্যক্তিকে ১লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।শনিবার(৩১ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ক্ষেতপাল বাড়ি কল্পনা ক্লাব সংলগ্ন এলাকায় পুকুর ভরাটের সময় অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সে একই ইউনিয়নের মথুরাম মোহন ধরের পুত্র। ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত সুবল ধর জলাধার ভরাটের বিষয়টি স্বীকার করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এ তাকে ১লক্ষ টাকা জরিমানা করেন। উক্ত অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রবিন শীল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবেশ সংরক্ষণে পুকুর ভরাট,পাহাড় কাটা,কৃষি জমির টপসয়েল মাটি কাটার বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।