আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

হাটহাজারীতে চার ফার্মেসীকে জরিমানা ইউএনওর

মাহমুদ আল আজাদ হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ৩১ অক্টোবর ২০২২ ১১:০০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ এলাকার ৪ ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।সোমবার(৩১ অক্টোবর) রাতে ঝটিকা অভিযানে ফতেয়াবাদ এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন।অধিকাংশ ফার্মেসিতে অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এছাড়াও অনিবন্ধিত ইনসুলিন ও বিক্রয় অযোগ্য ঔষধ সংরক্ষণ করা সহ বিভিন্ন অভিযোগে ১৯৪০ ঔষধ সংরক্ষণ আইন অনুযায়ী ৪ ফার্মেসিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বিসমিল্লাহ ফার্মেসিকে ৫ হাজার,মোজাম্মেল মেডিক্যাল হলকে ২৫ হাজার,লাকী মেডিকেল হলকে ১০ হাজার ও মাদার্শা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন,জেলা প্রশাসনের নির্দেশনায় জনদুর্ভোগ ও ভোক্তা অধিকার সংক্রান্ত সকল বিষয় আমরা কঠোরভাবে মনিটরিং করছি। মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অনিবন্ধিত ঔষধ, অনিবন্ধিত ইনসুলিন ও বিক্রয় অযোগ্য ঔষধ সংরক্ষণ করার দায়ে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ এলাকার ৪ ফার্মেসিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। উক্ত অভিযানে ঔষধ প্রশাসন, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মোঃ সাখাওয়াত হোসেন রাজু। এসআই প্রদীপ চন্দ্র দে'র নেতৃত্বে হাটহাজারী মডেল থানার পুলিশ ফোর্স সহযোগিতা করেন।