হাটহাজারীতে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা চাঞ্চল্যকর মোঃ ইকবাল হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মানিক বড়ুয়া (২১) কে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে হাটহাজারী বাসস্ট্যন্ড এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সে হাটহাজারী পৌরসভা পূর্ব চন্দ্রপুর বড়ুয়া পাড়ার বাবুল বড়ুয়ার ছেলে এবং নিহত ইকবাল পৌরসভা পূর্ব আলমপুর মাওলানা আব্দুর রশিদ সাহেবের বাড়ির নুর মোহাম্মদের পুত্র।
উল্লেখ্য , চলতি বছরের ৫ জুন সন্ধ্যা ৭টার দিকে ভিকটিম ইকবাল কাজ শেষ করে মাটিয়া মসজিদ জীপ ষ্টান্ডে তাহার বন্ধু মানিক (২১), শাকিল (১৯), প্রকাশ (১৯), রুবেল (২০) সহ আড্ডা দেওয়ার একপর্যায়ে আসামী মানিক ও ইকবাল পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়। পরে ঐদিন রাত ৮টার দিকে ঝগড়ার রেশ ধরে হাটহাজারী পৌরসভা মাটিয়া মসজিদ এলাকার জনৈক আরিফ মিয়ার খোলা জমির মধ্যে আসামী মানিক বড়ুয়া ইকবালকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরে ভিকটিমের পরিবার এ ঘটনায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করে সেচ্ছায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছেন।