হাটহাজারী উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন । বুধবার (২০শে মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ২নং ধলই ইউনিয়ন হাতিমারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান।তিনি জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলই ইউনিয়নে কৃষি জমির টপ সয়েল কাটার সংবাদ অবহিত হয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টপ সয়েল কাটার অপরাধে জনৈক মোঃ আরমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দায়ী ব্যাক্তিকে সতর্কও করা হয় বলে তিনি উল্লেখ করেন। কৃষি জমি রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে ও তিনি গনমাধ্যমকে জানান।