পথচারী ও যাত্রীদের দূর্ভোগ থেকে মুক্তি সহ মহাসড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে হাটহাজারী উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সড়ক দখল করে যানজট সৃষ্টি সহ নানা অভিযোগে ৫ মামলায় ১৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(১৮ জানুয়ারী)উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘীর পাড় এলাকায় পরিচালিত অভিযানে যানজট সৃষ্টিকারী বিভিন্ন যানবাহন মালিককে এ জরিমানা করা হয়।দুপুর ১ টায় ৩ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মো.শাহিদুল আলম । সড়ক পরিবহন আইন ২০১৮ ও দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ৫ মামলায় ১৭,হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন, মহাসড়কে যানজট, দুর্ঘটনা ও অপঘাতে মৃত্যু হ্রাস করতে পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের কঠোর নির্দেশনায় হাটহাজারীতে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টিকারী যানবাহন ও স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।