আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

হাটহাজারীতে অটোরিকশা চোরের মূলহোতা র‌্যাবের হাতে গ্রেপ্তার

মাহমুদ আল আজাদ হাটহাজারী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ ১০:২৬:০০ অপরাহ্ন | জাতীয়

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে মোহাম্মদ রাহাত মিয়া (২০) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চোরচক্রের মূলহোতা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রাহাত মিয়া পৌর সদরের আলিপুর এলাকার ছালামত উল্লাহ টিপুর পুত্র। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নূরুল আবছারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

 

এতে আরো জানানো হয়, গত ১৭ এপ্রিল রাতে আলমগীর নামে এক সিএনজি চালক তার চাচাতো ভাইসহ সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাকা রাস্তার উপর পৌছালে গ্রেফতারকৃত রাহাত মিয়া এবং তার সহযোগী শহিদুল ইসলাম গাড়িটি থামিয়ে নাজিরহাট যাবে কিনা জিজ্ঞাসা করে। তখন সিএনজি চালক আলমগীর এবং তার চাচাতো ভাই গাড়ি থেকে নেমে একজনের সাথে ভাড়া নিয়ে দরদাম করে, এর এক পর্যায়ে আসামী রাহাত মিয়া গাড়িটি স্টার্ট দিয়ে দ্রুত টান দেয় এবং শহিদুল ইসলাম সিএনজির পিছনের সিটে উঠে সিএনজি নিয়ে নাজিরহাটের দিকে পালিয়ে যায়।টহলরত পুলিশকে ঘটনার বিস্তারিত বললে পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়িটি উদ্ধার করে। এই ঘটনায় রাহাত মিয়া এবং তার সহযোগী শহিদুলকে আসামী করে মডেল থানায় একটি মামলা দায়ের করেন সিএনজি চালক আলমগীর। পরবর্তীতে প্রমাণিত হয় রাহাত মিয়া এই ঘটনায় সম্পৃক্ত ছিলো। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল পৌর সদরের কৃষি ফার্মের পশ্চিমে অভিযান চালিয়ে রাহাত মিয়াকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।