আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

হাটহাজারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর কফিলের জানাযা সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২১ অক্টোবর ২০২৩ ০৭:১৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারী সরকারি বিশ্ববিদ্যালয়  কলেজের সাবেক অধ্যক্ষ মীর মোহাম্মদ কফিল উদ্দিনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।শনিবার সকাল ১১ টায় মীরের খিল মীর বাড়ি মাঠ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্ব মুহূর্ত  মুসল্লির ঢল নেমেছে এলাকায়। শুক্রবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারসহ নানান রোগে ভুগছিলেন। তিনি হাটহাজারী পৌর এলাকা মিরেরহাট মীর বাড়ির মরহুম মীর মোস্তাক আহমেদের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, ভাইবোন, আত্মীয় স্বজন, অসংখ্য শিক্ষার্থী ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে কৃতি শিক্ষাবিদের মৃত্যুতে হাটহাজারী সংসদীয় আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, বাংলাদেশ কল্যাণ পাটির চেয়ারম্যান লেঃ জেঃ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, এডভোকেট মোঃ নূরুল আমিন, হাটহাজারী ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদ, হাটহাজারী প্রেস ক্লাব, হাটহাজারী সাংবাদিক ইউনিয়ন, হাটহাজারী অনলাইন প্রেস ক্লাব,হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ,উপজেলা শিক্ষক সমিতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি গণমাধ্যমে প্রদত্ত পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। এদিকে জানাজার নামাজে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষকমন্ডলী,জনপ্রতিনিধি, ছাত্র বৃন্দ সহ স্থানীয় জনসাধারণ জানাযার নামাজে অংশগ্রহণ করেন।