সন্দ্বীপে প্রাথমিক বিদ্যালয়ের ভালো ফলাফল কারি শিক্ষা প্রতিষ্ঠান মুছাপুর ৮ নং ওয়ার্ডে হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২ ফেব্রয়ারি বিকেল ৪ টায় বার্ষিক ক্রিড়া সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম, সাংবাদিক ইলিয়াছ সুমন, সিপ্লাস টিভির সন্দ্বীপ প্রতিনিধি আসির ফয়সাল, মুছাপুর ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, পরিচালনা পরিষদের সদস্য আবুল মুনসুর, আকতার হোসেন, তাছলিমা বেগম, সহকারী শিক্ষক লুৎফা বেগম, সহ অভিভাবক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মোট ১১ ইভেন্টের ৩৩ জন কে পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর সৌজন্যে মহান ভাষা আনদোলনের উপর প্রকাশিত সন্দ্বীপভিত্তিক প্রথম বই 'ভাষা আন্দোলন সন্দ্বীপ' বাছাইকৃত শিক্ষার্থীদের প্রদান করা হয়।