নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে হাঁটুপানি। সেই পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে রোগীর স্বজনদের।
দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে কর্মীদেরও। বুধবার দুপুর ১২টায় এমন চিত্র দেখা যায়।
হাসপাতালে একজন কর্মকর্তা জানান, নিচতলার জরুরি বিভাগ সহ কিছু সেবা কার্যক্রম সরিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু একটি ফার্মেসি আছে নিচ তলায়।
কয়েকদিন আগে রোগী ভর্তি করিয়েছেন আকলিমা আক্তার। তিনি জানান, এক রাতের বৃষ্টিতে পানি উঠে গেছে মা ও শিশু হাসপাতালের পুরনো ভবনের নিচতলায়। সঙ্গে যোগ হচ্ছে জোয়ারের পানি। হাসপাতালে চারপাশের সড়ক ডুবে গেছে বললেই চলে। কষ্টের শেষ নেই আমাদের।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৭৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্ষাকাল এবং মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে।