আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
হরতালে নাশকতার অভিযোগ

কক্সবাজারে ৪ থানায় ৫ মামলা, বিএনপি-জামায়াতের ৬৬ জন আসামি

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : | প্রকাশের সময় : সোমবার ৩০ অক্টোবর ২০২৩ ০৭:১৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

রবিবার হরতালে নাশকতার অভিযোগে কক্সবাজারের ৪ থানায় মামলা করেছে পুলিশ। 

 

কক্সবাজার সদর, ঈদগাঁও, পেকুয়া ও মহেশখালী থানায় পৃথক মামলায় বিএনপি-জামায়াতের ৬৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। 

 

মামলায় অজ্ঞাতনামা আসামি থাকলেও তার সংখ্যা উল্লেখ করা হয়নি।

 

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

তিনি জানান, হরতালকে কেন্দ্র করে কক্সবাজারের বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা চালানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ককটেল, ইট, লাঠিসহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে। এ পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানায় দুইটিসহ ৪ থানায় ৫ টি মামলা হয়েছে।

 

বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের ৫ মামলায় ৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলের ছবি, ভিডিও ফুটেজ পুলিশের হাতে রয়েছে। 

 

হরতালের নামে নৈরাজ্য ও নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসপি।