বর্ণিল ক্যারিয়ারের ইতি টানছেন ডিফেন্ডার জেরার্ড পিকে। স্প্যানিশ এই মিডফিল্ডার জানিয়েছেন, শনিবার (৫ নভেম্বর) রাতে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচই হবে বার্সেলোনার জার্সিতে তার শেষ ম্যাচ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক ভিডিও বার্তায় হঠাৎই এ কথা জানান পিকে। চলতি মৌসুমে জাভির অধীনে তিন ম্যাচে একাদশের শুরু থেকে ছিলেন পিকে। রোনাল্ড আরৌহো, এরিক গার্সিয়া, আন্দ্রেস ক্রিস্টেনসনদের ভিড়ে সুযোগ মিলছিল না তার। শেষ অব্দি অবসরের সিদ্ধান্তই নিয়ে ফেললেন বার্সার ট্র্যাবেলজয়ী দলের এই সদস্য।
ভিডিও বার্তায় পিকে বলেন, ‘আমি সবসময় বলেছি বার্সার পর কোনো দল নেই আর এটা এমনই থাকবে। এই শনিবার ক্যাম্প ন্যুতে নিজের শেষ ম্যাচ খেলবো। ’
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সেলোনায় ফের যোগ দেন পিকে। এরপর ৬শ’র বেশি ম্যাচ খেলেছেন তিনি।
কাতালানদের জার্সিতে লা লিগাসহ জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। শনিবার আলমেরিয়ার বিপক্ষে ক্যাম্প ন্যুতে পিকেকে দেওয়া হবে বিদায়ী সংবর্ধনা।