আজ বৃহস্পতিবার ৯ মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১

সড়কের উপর দোকান নির্মাণ বন্ধ করল কর্ণফুলী এসিল্যান্ড

মো. মহিউদ্দিন, কর্ণফুলী : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ জানুয়ারী ২০২৩ ০৪:১৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

কর্ণফুলীতে সিডিএ সড়কের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ চেষ্টা রুখে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ৩রা জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস জায়গা দখল করে একটি হার্ডওয়ারের দোকান ও আরেকটি মোবাইল টেলিকমের দোকান নির্মাণ করার চেষ্টা করেছেন স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ। এই সংবাদ পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও কর্ণফুলী থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উচ্ছেদ করেন। ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে দোকান মালিক পালিয়ে যান। এ বিষয়ে স্থানীয়রা জানায়, জায়গাটি সরকারি খাস সম্পত্তি। দীর্ঘদিন ধরে রাস্তাটি দিয়ে মানুষ চলাচল করছে। কিন্তু কয়েক দিন থেকে এই জায়গায় মো. শাহেদ মিয়া ও তার ছেলে নজির আহমেদ নামে দুই ব্যক্তি দোকান ঘর নির্মাণের কাজ করছিলেন। এ বিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, সরকারি জায়গা দখল করে যাঁরা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করবেন তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে কর্ণফুলীর বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।