আজ শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড: মাহতাব উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ ১০:২৭:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, স্বেচ্ছাসেবক লীগ মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড, দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে যে আস্থা অর্জন করেছে তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বুধবার (২৭ জুলাই) নগরীর শিরীষতলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেলা ১২টায় শিরীষতলায় জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও বেলুন-পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

এরপর নগর সেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, সেবা শান্তি প্রগতি মূল নীতিতে ঐক্যবদ্ধ থেকে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মীকে মানুষের সেবায় জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকতে হবে। গুজব, অপপ্রচার, দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ। বক্তব্য দেন উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক অ্যাডভোকেট জিয়া উদ্দীন, যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বোখারী আজম, নগর স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাদেক হোসেন পাপ্পু, আনোয়ারুল ইসলাম বাপ্পি, জসীম উদ্দীন, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত বেলাল, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশীদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ  মাসুদ খান, দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।  

প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা শেষে আনন্দ শোভাযাত্রা সিআরবি, কাজীর দেউড়ি এলাকা ঘুরে এমএ আজিজ স্টেডিয়াম এসে শেষ হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের হাজারো নেতা-কর্মী অংশ নেন।  

 

 

 



সবচেয়ে জনপ্রিয়