সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় স্বামী নওশাদুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ জুলাই) রাতে রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় নওশাদুল আমীন ও তার মাকে আসামি করা হয়েছে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রেহনুমা ফেরদৌসের মৃত্যুর ঘটনায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামি নওশাদুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তার রিমান্ড আবেদন করা হবে।
শনিবার (২ জুলাই) সকাল ১০টায় পাহাড়তলী থানা পুলিশ নওশাদুল আমিনের স্ত্রী রেহনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। তিনি চসিকের প্রয়াত কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাবেক নেতা তারেক সোলায়মান সেলিমের ভাই তারেক ইমতিয়াজের মেয়ে।