আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

সৌদিকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিল পোল্যান্ড

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ২৬ নভেম্বর ২০২২ ০৮:৫৮:০০ অপরাহ্ন | খেলাধুলা

জিতলেই প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত হয়ে যেত সৌদি আরবের। কিন্তু প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানো দলটি এবার পোল্যান্ডের কাছে হেরে গেল।

ফলে মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে দুশ্চিন্তা কিছুটা বাড়লো মেসিদের। কারণ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লেভার পোল্যান্ডের বিপক্ষেই খেলতে হবে তাদের।

 

এডুকেশন সিটি স্টেডিয়ামে শনিবার ২-০ গোলে জয় তুলে নিয়ে শেষ ষোলোর পথে এক পা দিয়ে রাখলো পোলিশরা। পিওতর জেলিনস্কির গোলে এগিয়ে যায় তারা। কিছুক্ষণ পর সৌদি আরব পেনাল্টি থেকে গোল করার সুযোগ কাজে লাগাতে পারেনি। এরপর প্রথমবারের মতো বিশ্বকাপে গোল করে দলের জয় নিশ্চিত করেন পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।

গ্রুপ পর্বে পোল্যান্ডের শেষ ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে। আগের ম্যাচে তারা মেক্সিকোর সঙ্গে ড্র করেছিল। শেষ ম্যাচে মেসিদের সঙ্গে ড্র করলেও চলবে তাদের। সৌদি আরবের জন্যও সুযোগ আছে পরের পর্বে ওঠার। গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচ মেক্সিকোর বিপক্ষে। এছাড়া আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের দিকেও নজর থাকবে তাদের। কারণ আর্জেন্টিনাকে হারালে পোল্যান্ডের সমান পয়েন্ট হয়ে যাবে মেক্সিকোর।

খেলার শুরুতে পোলিশর আক্রমণে এগিয়ে থাকলেও প্রথম সুযোগ পায় সৌদি আরব। ডি-বক্স থেকে জোরালো শট নেন মোহামেদ কাননো। তবে দারুণ দক্ষতায় বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান পোলিশ গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। পোল্যান্ড ভালো সুযোগ পায় ৩৯তম মিনিটে। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পেলেও সৌদি গোলরক্ষক এগিয়ে আসায় শট নিতে পারেননি রবের্ত লেভানদোভস্কি। তবে বার্সা স্ট্রাইকারের কাটব্যাকে বল পেয়ে জালে পাঠান পিওতর জেলিনস্কি।  

পিছিয়ে পড়ে সৌদি আরব সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায়। কিছুক্ষণের মধ্যেই সুযোগও পেয়ে যায় তারা। ডি-বক্সে পোলিশ ডিফেন্ডার বেইলিকের পায়ে লেগে পড়ে যান সৌদি আরবের আল-শেহরি। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিকে সেলিম আল-দাওসারির শট ঝাঁপিয়ে ঠেকান পোলিশ গোলরক্ষক। ফিরতি বল উড়িয়ে মারেন সৌদি ফরোয়ার্ড মোহামেদ আল-ব্রেইক।  

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার সুযোগ নষ্ট করে সৌদি আরব।