আজ শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

সৈকতের হতদরিদ্র মানুষের মাঝে 'সায়মন বিচে'র ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ মার্চ ২০২৪ ১২:১৫:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

প্রতি বছরের ন্যায় এবারও পথশিশু, হকার, সার্ফার ও সৈকতের পরিছন্নতা কর্মীদের পাশে দাড়িয়েছে তারকামানের হোটেল 'সায়মন বিচ' রিসোর্ট। এসব মানুষের মাঝে তারা তুলে দিয়েছে ঈদ উপহার। 

 

সোমবার (২৫ মার্চ) বিকেলে সায়মন বিচ রিসোর্টের সামনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারের মধ্যে- চাল, ডাল, চিনি, সেমাই, আটা, লবন, সয়াবিন তেল, মুড়ি, চিড়া, আলু, পেয়াজ, রওসুন, আদা ও দূধ। 

 

পথশিশু, হকার, সার্ফার ও সৈকতের পরিছন্নতা কর্মীসহ আড়াই শতাধিক মানুষের মাঝে এ সামগ্রী তুলেদেন 'সায়মন বিচ' রিসোর্টের পরিচালক মো: সাবেদ উর রহমান। ইফতার পার্টির আয়োজন করা হয় নতুন রূপে যাত্রা শুরু করা 'সায়মন হেরিটেজে। 

 

এসময় আরও উপস্থিত ছিলেন- 'সায়মন বিচ' রিসোর্টের ও সায়মন হ্যারিটেজের ক্লাস্টার জেনারেল ম্যানেজার পুবুদু ফারনান্দাে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইয়ামিন হোসেনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।