আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সেভ দ্যা হিউম্যানিটির অভিষেক ও পরিচয়পত্র প্রদান

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : রবিবার ১২ ফেব্রুয়ারী ২০২৩ ০২:০৮:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

 

 

সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে অভিষেক অনুষ্ঠান, পরিচয়পত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি)২০২৩ চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন হলে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি আবু হেনা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. এম সোহেল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কর্মসূচি শুরু করা হয়। 

 

এ সময় বক্তারা বলেন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা নাগরিক কর্তব্য। আমাদের সংগঠন সে কাজটা নিয়মিত করছে। কিন্তু আমাদের দেশসহ পৃথিবীতে ভিন্ন কিছু মানুষ আছে যারা মানুষ হয়ে মানুষকে শোষণ করে। আমরা এমন অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানাই। এছাড়া বক্তারা  সাম্প্রতিক ঘটে যাওয়া তুরস্ক- সিরিয়ার ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। এবং আহতদের দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থতা কামনা করে। সংগঠনের চেয়ারম্যান তার আলোচনায় সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রধান অতিথি সমাজসেবা ও মানব সেবার বিভিন্ন দিক নির্দেশনা ও তুলে ধরেন। 

 

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উক্ত সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি ওসমান গণি এনু, চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি কর্নেল মোহাম্মদ শওকত ওসমান পিএসসি (অব.), চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলী আবরাহা দুলাল। আলোচকদের মধ্যে ছিলেন, চট্টগ্রাম জেলা কমিটির উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাঃ কিউ এম অহিদুল আলম, জেলা কমিটির উপদেষ্টা ক্যাপ্টেন মোঃ জোবায়েত হোসেন চৌধুরী, চসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার মোঃ বদরুল আলম চৌধুরী, লেখক ও মানবাধিকার কর্মী আবু ইউছুপ মজুমদার, জেলা নেতা সাংবাদিক মোঃ জুবাইর  প্রমূখ।

 



সবচেয়ে জনপ্রিয়