আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
সংবাদ প্রকাশের জের,

সেই টিলা কাটার স্থানটি পরিদর্শন পরিবেশ অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ জানুয়ারী ২০২৪ ১১:৩৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু এলাকায় অবৈধভাবে টিলা কেটে কৃষি গবেষণাগার প্রতিষ্ঠার স্থানটি পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর।

 

সোমবার (২৯ জানুয়ারী) বিকালে হালদা অর্গানিক ফ্রুটস এন্ড মডার্ণ হর্টিকালচার নামক  কৃষি গবেষনার প্রতিষ্ঠার নামে ওই এলাকায় টিলা কাটার খবর পেয়ে স্থানটি পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব।

 

পরিদর্শনকালে কাটা অংশের স্থির ও ভিডিও চিত্র ধারণের পাশাপাশি স্থানীয় অধিবাসীদের  সাথে কথা বলেন টীমের সদস্যরা।

বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও পরিদর্শন টীমে নেতৃত্ব দেয়া নুর হাসান সজীবের মুঠো ফোনে একাধিকবার কল দিলেও পাওয়া যায়নি। 

 

উল্লেখ্য- "ফটিকছড়িতে কৃষি গবেষণাগার প্রতিষ্ঠার নামে টিলা কর্তন "এই শিরোনামে গত ২২ জানুয়ারী দৈনিক সাঙ্গুতে সংবাদ প্রকাশিত হয়। মূলত এর পরই টনেক নড়ে পরিবেশ অধিদপ্তরের।