বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর সুবিধাবাদী ও এই স্বৈরশাসককে যারা সমর্থন দিয়েছে তারা দেশ তথা জাতীর শত্রু উল্লেখ করে লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নামজুল মোস্তফা আমিন বলেন, স্বৈরশাসককে যারা সমর্থন দিয়ে সুবিধা নিয়েছে বিএনপিতে তাদের ঠাঁই নাই।
মঙ্গলবার রাতে লোহাগাড়ায় একটি কমিউনিটি সেন্টারে আমিরাবাদ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায়প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সুদীর্ঘ ১৫টি বছর আমরা স্বাধীন ভাবে চলাফেরা করতে পারিনাই। পারিবারিক অনুষ্ঠানে শরীক হতে পারিনাই, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনাই। স্বৈরাচার সরকার আমাদের উপর নির্যাতন নিপিড়ন চালিয়েছে,মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে আমাদের বিএনপি নেতাদের। বাংলাদেশ দ্বিতীয় বারে স্বাধীনতা ফিরিয়ে আনতে ছাত্র সমাজের ভূমিকা অপরীসিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদেরকে এ স্বাধীনতা এনে দিয়েছে। দলের ভিতরে আবর্জনা থাকলে তাদের কে আশ্রয় দেওয়া যাবেনা। দলকে সুসংগঠিত করার সময়, দলকে সুসংগঠিত করতে সব ধরণের সহযোগীতা দেওয়া হবে। সাংগঠনিক কর্মশালা হবে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে।দ্বিতীয় স্বাধীনতা ও বিপ্লবকে নস্যাৎ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়ষন্ত্র চলছে,সে ষড়ষন্ত্র কে রুখে দাঁড়ানোর জন্য জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছেন। সবাইকে স্বাধীনতা কে রক্ষা করতে হবে। দ্বিতীয় স্বাধীনতা কে নস্যাৎ করতে দেওয়া যাবেনা।
আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- লোহাগাড়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাস্টার সাহেদুল আনোয়ার চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনসার উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল হাসেম, চরম্বা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ইসহাক, বিএনপি নেতা রাশেদুল আমিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবদুস সালাম, সাবেক ছাত্রদল নেতা ব্যাংকার আবু ইউসুফ মো. বাদল, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার আরফাত হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক হুমায়ন কবির, মীর মুহাম্মদ সোয়াইব, চুনতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ারুল হক, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুকুর রশিদ শিমুল, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজ উদ্দিন আল নাজির, সাবেক যুবদল নেতা মোরশেদুল আলম, মাস্টার ইছহাক, বিএনপি নেতা মাস্টার মোঃ আলী, লোহাগাড়া উপজেলা কৃষক দলের সহ যুগ্ন আহবায়ক সমীরণ দাশ, যুবদল নেতা মোঃ নাছির উদ্দিন, বিএনপি নেতা মোনাফ সওদাগর, শফি, মোঃ আলী ভুট্টু, লোকমান গনি, মাহবুবুর রহমান, আবদুল মাবুধ, বিএনপি নেতা ফরহাদ, মোঃ বাবুল, শাহ আলম, আবদুর রহিম,উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, রফিক সওদাগর, জাহাঙ্গীর আলম মেম্বার, স্বেচ্ছাসেবক দলের আনোয়ার, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম সুজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।