আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

সুধীজনের সাথে মতবিনিময় সভায় কক্সবাজার জেলা প্রশাসক : আমি হলুদ ফুলের সুবাস আনতে চাই

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেছেন, হলুদ ফুলের সুবাস আনার সময় এসেছে। আমি ফুলের সুবাস আনতে চাই। সেজন্য আমি সর্বসেক্টরের প্রতিনিধি নিয়ে কাজ করতে চাই। 

 

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার জেলার সর্বস্তরের সুধীজনের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন। 

 

সুধীজনের উদ্দেশ্যে ডিসি বলেন, প্রশাসনের ক্যাডারের যতগুলো পদে কাজ করা দরকার আমি সবগুলোতেই ছিলাম। এমন কি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নিয়েও কাজের অভিজ্ঞতা রয়েছে আমার। 

 

তিনি বলেন, আমি সবার কাছ থেকে শেখার জন্য প্রস্তুত। আপনারা আমাকে শেখাবেন।

 

উপস্থিত সবাইকে আশ্বস্ত করে জেলা প্রশাসক আরো বলেন, আপনারা আমার ওপর বিশ্বাস রাখুন। কক্সবাজারের জন্য মেধা ও যোগ্যতার সবটুকুন কাজে লাগাতে প্রস্তুত। 

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, কক্সবাজার জেলা বারের সভাপতি এডভোকেট আবুল কালাম সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এম রেজাউল করিম, টুয়াক সভাপতি আনোয়ার কামালসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।