মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন ষষ্ঠবারের মতো পিছিয়েছে। আদালত শুনানির জন্য আগামী ৩ অক্টোবর দিন নির্ধারণ করেছেন।
৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২য় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম আদালত এ আদেশ দেন।
মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, সুদীপ্ত হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত ছিল।
মো. দিদারুল আলম মাসুমসহ ৭ জন আসামি মামলা থেকে অব্যাহতি পাওয়ার আবেদনের ওপর শুনানি হয়। অন্য আসামিদের অব্যাহতি পাওয়ার আবেদনের শুনানির জন্য সময় প্রার্থনা করেন।
আগেও এই মামলায় চার্জের জন্য বেশ কিছু সময় দেওয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষে সময়ের আবেদন নামঞ্জুর করে আজ অভিযোগ গঠনের আবেদন করেন। আদালত পুনরায় অভিযোগ গঠন এবং অন্য আসামিদের অব্যাহতি পাওয়ার আবেদনের শুনানির জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেন।
মামলায় ২৪ জন আসামির মধ্যে মো. মামুন নামে এক আসামি কারাগারে আছেন। বাকি ২৩ জন জামিনে রয়েছেন।উল্লেখ্য ২০১৭ সালের ৬ অক্টোবর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ায় নিজ বাসার সামনে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদি হয়ে মামলা দায়ের করেন।