আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

সীমান্তে উত্তেজনা ঘুনধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষা কেন্দ্র স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ ১২:১৪:০০ পূর্বাহ্ন | জাতীয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু- ঘুমধুম সীমান্তে মিয়ানমার মিয়ানমারারের ছোঁড়া  মর্টারশেল  বিস্ফোরণে  মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত ও সাত ৭ জন আহত হয়। এর আগে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা উড়ে যায়। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা ও আতংক বিরাজ করছে। 

এ পরিস্থিতি ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজারের উখিয়ার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস।

তিনি জানান, আতংকের কারণে পরিক্ষা কেন্দ্র পরিবর্তণ করা হয়েছে। পরিক্ষার্থীর মানসিক এ কথা চিন্তা করে এই সিধান্ত নেওয়া হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াসিন পারভেজ তিরমিজিও বিষয়টি নিশ্চিত করে বলেছেন পরিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই কারণে এই সিধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়েছে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে। সেটি বিস্ফোরণে সেখানে বসবাসরত মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত হ‌য়ে‌ছেন বলে জানা গেছে। এই সময় আহত হয়েছে আরও পাঁচ জন।

 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ড কোনার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

 

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ে ঘুমধুম ইউপির ২নং ওয়ার্ড কোনার পাড়া এলাকার সীমান্তে। ওই এলাকায় রোহিঙ্গাদের বসবাস ছিল। সেটির বিস্ফোরণে ঘটনাস্থলে ওই রোহিঙ্গা নিহত হন। ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. আনোয়ার হোসেন বলেন, মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে পড়ে এক রোহিঙ্গা নিহত হ‌য়ে‌ছেন। এই ঘটনায় আরও পাঁচ জন আহত হ‌য়ে‌ছেন। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে বিস্তারিত জানা যাবে।

নাইক্ষ্যংছড়ি থানার এসআই মিঠুন সিংহ জানান, মর্টারশেলটি সীমান্তে বিস্ফোরিত হওয়ার সংবাদ শুনেছি। তবে এ ঘটনায় আহত বা নিহতের সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো যাবে।

এর আগে সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার  ঘুমধুম ইউনিয়নের   মায়ানমার সীমান্তে তুমব্রু হেড়ম্যান পাড়ার  ১৬ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক দুপুর-১টা ৩০ মিনিটের   সময়  সীমান্ত পিলার ৩৫ এর বিপরীতে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ০২(দুই) জন বাংলাদেশী উপজাতি নাগরিক গরু চোরাচালানের উদ্দেশ্যে গমন করলে মাইন বিস্ফোরণে ০১(এক) জন গুরত্বর আহত হয়। আহত ব্যক্তিকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতাল নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয়পাড়া বাসী বাবু তংচংগ্য সাথে কথা বলে জানা যায়  আহত ব্যক্তির নাম 

অন্ন্যথাইন তঞ্চঙ্গ্যা(২২), পিতা- অংকেথাইন তঞ্চঙ্গ্যা চাকমা, সাং- তুমব্রু হেডম্যানপাড়া, ৩নং ওয়ার্ডের বাসিন্দা।  এবিষযে নাইক্ষ্যংছড়ি থানার  ওসি টানটু সাহা প্রতিবেদক কে জানান এই রকম সংবাদ এখনো পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।