সীতাকুন্ডে হাফেজদের মাঝে ছবক প্রদান করেছে নুরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিম খানা কমপ্লেক্সে। বৃহস্পতিবার সকালে ছবক প্রদান করেন মাদ্রাসা পরিচালক কারী মো. আনোয়ার হোসেন। হেফজদের ছবক প্রদানের মধ্য দিয়ে মাদ্রাসায় হেফজখানা চালু করা হয়েছে। উক্ত ছবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসা সভাপতি দানা মিয়া সওদাগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাজাবুদ্দিন, সাংবাদিক নাসির উদ্দিন শিবলুসহ মাদ্রাসা শিক্ষকমন্ডলী ও অভিবাবকবৃন্দ। হেফজ বিভাগের শুরুতে ১১ জন হাফেজ কোরান শিক্ষায় অংশ নিয়েছে বলে জানান পরিচালক আনোয়ার হোসেন।
তিনি বলেন,‘ দীর্ঘ ১২ বছর মাদ্রাসাটি পরিচালনা করছি। দীনি শিক্ষার প্রসারে ইকোপার্ক সম্মুখে মাদ্রাসার সূচনা করা হয়। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে মাদ্রাসাটি মুরাদপুর ইউনিয়নের ফকিরহাটস্ত সাত ঘড়িয়া পাড়া স্থানান্তরের পর অর্থভাবে হেফজখানা বন্ধ করতে হয়েছে। বহু বছর পর আবার হেফজ বিভাগটি পূনরায় চালু করা হয়েছে। তবে এতিম ও অসহায় বাচ্চাদের কোরান শিক্ষায় এগিয়ে দিতে সবার সার্বিক সহযোগীতা খুব দরকার। তাই দীনি শিক্ষা প্রতিষ্ঠানটি চালু রাখতে সবার কাছে আর্থিক সহযোগীতা কামনা করছি।