আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

সীতাকুন্ডে ভেসে আসা ১৯১ মহিশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক,সীতাকুন্ডঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ নভেম্বর ২০২২ ০২:৩২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে ঘুর্ণিঝড় সেত্রাংয়ের ধাক্কায় ভেসে আসা ১৯১টি মহিশ মালিকের কাছে হস্তান্ত্রর করেছে উপজেলা প্রশাসন। গতকাল মধ্যরাতে জোড়ামতল এলাকায় একটি ইয়ার্ড ও একটি বাড়ি হতে আরও দুটি মহিশ উদ্ধারের পর দুই ব্যাক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহদাত হোসেন। তিনি বলেন,‘ গোপন সংবাদের ভিত্তিতে মাবিয়া শীপ ব্রেকিং ইয়ার্ডে ও বসত বাড়িতে আটকে রাখা দুটি মহিশ উদ্ধার করা হয়েছে। এ সময় মহিশ চুরির দায়ে দুই ব্যাক্তিতে ৬০ হাজার টাকা জরিমানা করেছি। গত রাতে উদ্ধাকৃত দুটি মহিশের মালিক নোয়াখালী জেলার বাসিন্দা। এ পর্যন্ত ভেসে আসা ১৯১ টি মহিশ উদ্ধার শেষে মালিক চিহ্নিত করার পর হস্তান্তর করা হয়। মহিশের শরীরের বিশেষ চিহ্ন প্রমান সাপেক্ষে মহিশের মালিকানা নিশ্চিত করতে হয়েছে মালিকদের। ঘুর্নিঝড় সেত্রাংয়ের প্রভাবে স›দ্বীপ, উড়ির চর, নোয়াখালী, মীরশ্বরায় থেকে ভেসে আসে মহিশগুলো।