আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুন্ডে নৌকা প্রার্থী প্রচারভিযানে ভ্রমান্যমান আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড : | প্রকাশের সময় : সোমবার ১ জানুয়ারী ২০২৪ ০৪:০১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে আইন লঙ্ঘন করে প্রচরনা করায় নৌকা প্রার্থীর প্রচার অভিযানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পৌরসভার ৬ নং ও ৪ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় দুই প্রচারভিযানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানাযায়, নিবাচনী বিধি ১৩ ধারা অমান্য করে পৌরসভার ৬ নং ওয়ার্ডের উপজেলা ভূমি অফিস সম্মুখে প্রচারভিযান চালানোর সময় ওয়ার্ড কাউন্সিলারকে জরিমানা ৫ হাজার টাকা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনার কয়েক ঘন্টার ব্যাধানে রাত ১২টায় ৪ নং ওয়ার্ডের সোবহান বাগের আবাসিক বিল্ডিং জেপি টাওয়ারের উচ্চস্বরে শব্দ দুষন ছড়িয়ে নৌকার প্রচারনাকালে স্থানীয় যুবককে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হয়। পরবর্তী সময়ে যাতে বিধান মেনে প্রচারনা চালাতে নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)।