আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

সীতাকুন্ডে অফির্সাস কোয়াটারে চুরি, মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড : | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ ০৭:৪৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে উপজেলা পরিষদ অফির্সাস কোয়াটারে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। সকাল ৯টায় মায়া রানী দাশ নামের এক কর্মকর্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় নগদ টাকা, স্বর্ণাংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালা লুুটে নেয়।

জানাযায়, সকালে অফিসে যাওয়ার কিছুক্ষনের মধ্যে পল্লী উন্নয়ন সঞ্চয় অফিস কর্মকর্তা মায়া রানীর ঘরে চুরের দল হানা দেয়। তালা ভেঙে ঘরে ঢুকে আসবাপত্র ও আলমারী ভেঙে নগদ ৭৫ হাজার টাকা ও প্রায় ১০ ভরী স্বর্ণ নিয়ে যায় চুরে দল। এ অবস্থায় বাইরে থেকে এসে কর্মকর্তার ছেলে দেখেন ঘরের ভেতর মালামাল এলোমেলো। পরে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত করা হয় বলে জানান মায়া রানী।

তিনি বলেন,‘ চাকুরী জীবনের যা অর্জিত সম্পদ ছিল সবই চুরি হয়ে গেছে। অফিসের উদ্দিশ্যে ঘর থেকে বের হতেই ঘরে ঢুকে পড়ে চোর। দিনে -দুপুরে সরকারী কোয়াটার থেকে সব চুরি করে নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় সর্বসান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছি।

নাছির উদ্দিন শিবলু ০১৭৫৯৯২৯৯০৫