আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সকে ১’শ শয্যায় উন্নিত করা হবে-স্বাস্থ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ জানুয়ারী ২০২৪ ০৮:৫৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মন্ত্রনালয়ের দায়ীত্ব গ্রহনের পরপরই উপজেলা পর্য়ায়ের হাসপাতালের সেবামান বাড়াতে সরেজমিনে পরিদর্শন শুরু করেছেন স্বাস্থ্য মন্ত্রি ডা. সামন্ত লাল। উপজেলা পর্যায়ের হাসপাতাল পরিদর্শনের শুরুতে শুক্রবার সকালে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। রোগীর পরিমান বৃদ্ধি পাওয়ায় যথাযথ সেবামান প্রদান করার লক্ষ্যে ৫০ শয্যার হাসপাতালকে ১’শ শয্যায় উন্নিত করার ঘোষনা দেন স্বাস্থ্য মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন,‘ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেও মধ্যে সেবা ক্ষেত্রে সীতাকুন্ড উপজেলা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। মহাসড়ক সংলগø হওয়ায় রোগীরা সহজে সেবা গ্রহন করতে পারে। তাই রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের ময্যা বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সব মানুষকে সঠিক চিকিৎসার সেবা প্রদান করে রোগ মুক্ত করে তুলতে হবে।’

পরিদর্শনকালে এন সি ডি কর্নারে ডায়াবেটিস পরীক্ষা করান মন্ত্রী। এছাড়া লেবার রুম, জরুরী বিভাগের খোঁজ খবর নেন তিনি। 

মন্ত্রীর এক ঘন্টার পরিদর্শনে আরো উপস্থিতত ছিলেন,‘ স্থানীয় সংসদ সদস্য এস এম আল মামুন ,স্বাস্থ্য সচিব জাহাঙ্গিও আলম, মহা পরিচালক এ বি এম খুরশিদ আলম, পরিচালক প্রশাসন শামিউল ইসলাম, পরিচালক ডা. আবু হোসেন মাইনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মহি উদ্দিন, সিভিল সার্জন, উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ স্থানীয় চেয়ারম্যানবৃন্দ।