আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুণ্ডে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ইলিয়াছ ভূঁইয়া, সীতাকুণ্ড : | প্রকাশের সময় : রবিবার ২ জানুয়ারী ২০২২ ০৭:৪১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এই স্লোগানে রবিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার বেলা ১১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন, সীতাকুণ্ড উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফুন নেছা বেগম।

প্রতিভা'র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরি, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জয়নব বিবি জলি, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন অফিসার মো: শাহ আলম,মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, একটি বাড়ি একটি খামার'র অফিসার ফেরদৌসি আক্তার, তথ্য সেবা অফিসার তাহমিনা আক্তার। 

আলোচনা শেষে চারজন ক্যান্সারে আক্রান্ত রোগীকে ২লক্ষ টাকা ও ৫০জন দুস্থ মানুষকে  ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়৷ 

উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে। দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।