'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে কে. এম. রফিকুল ইসলাম যুবদের উদ্দেশ্য করে বলেন, আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস একটি কথা সবসময় বলেন, তোমরা চাকরি খোঁজ না উদ্যোক্তা হও। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি যা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
এভিসিবি থ্রী'র উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন'র সাকিবুল হাসান রিফাত, শপথ বাক্য পাঠ করান সীতাকুণ্ড প্রেস ক্লাবের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক নাজিমুজ্জামান রাশেদ। বক্তব্য রাখেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরমান আরা বেগম, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা।
সফল উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন সীতাকুন্ড এফ কমার্স ফোরামের ফরিদা তাসনিম মুক্তা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন রায়হান ও তাসনুবা তাবাসসুম প্রমুখ।
এ সময় শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ আত্মকর্মী, শ্রেষ্ঠ সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের আই সি টি ভ্যান উদ্বোধন করেন।