আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুণ্ড পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড উপনির্বাচনে শাহ কামাল চৌধুরী জয়ী

ইলিয়াছ ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ২৭ জুলাই ২০২২ ০৬:১২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড উপ-নির্বাচনে ব্রীজ প্রতীকে ৫৪৬ ভোট পেয়ে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন মোঃ শাহ কামাল চৌধুরী৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেদ চৌধুরী ফারুক (গাঁজর) পান ৫২৪ ভোট এবং লিয়াকত হোসেন সেলিম (উটপাখি) ৩১১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

বুধবার (২৭ জুলাই) বিকেল পাঁচটার দিকে রিটার্নিং অফিসার মো. শাহ আলম এ ফলাফল ঘোষণা দেন।

তিনি জানান, এ ওয়ার্ডে মোট ভোট গ্রহণ হয়েছে ১৮১৫ টি। শতকরা হারে যা ৬৭ দশমিক ০৯ শতাংশ।

এদিকে বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলেছে বিকেল চারটা পর্যন্ত। ইভিএমের মাধ্যমে ১টি কেন্দ্রে ৮টি বুথে এসব ভোট গ্রহণ করা হয়েছিল।নির্বাচন উপলক্ষে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা৷ 

প্রিজাডিং অফিসার ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ওয়ার্ডের প্রতিটি বুথে ইভিএমে ভোট গ্রহণ হয়। কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ছিল এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো রকম ঝামেলা হয়নি।  

উল্লেখ্য, ২০২০ সালে শিবপুর ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর জুলফিকার আলি মাসুদ শামীম মৃত্যুবরণ করায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে কাউন্সিলর পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শিবেুর ৯ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭ শত ৬৭ জন। পুরুষ ভোটার ১ হাজার ৩৯৯ জন এবং নারী ভোটার ১ হাজার ৩৬৮ জন। ভোটগ্রহণের জন্য ১ জন প্রিজাইডিংসহ ২৫ জন কর্মকর্তা দায়িত্বে ছিলেন।