আজ সোমবার ১৩ মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

সিইউএফএল'র চার শ্রমিক বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারাঃ | প্রকাশের সময় : শনিবার ২৯ অক্টোবর ২০২২ ১২:৫৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সারকারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল)র সিবিএর সভাপতি প্রার্থীসহ চারজনকে আকস্মিকভাবে বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে শনিবার(২৯ অক্টোবর) সকালে মানববন্ধন করেছে কারখানা শ্রমিকদের তিনটি সংগঠন। কারখানার ফটকে তাঁরা সকাল সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন। শ্রমিক লীগ, সিইউএফএল সিবিএ ও সাধারণ শ্রমিকের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ শেখ সেলিম, আনোয়ারুল আজীম সবুজ, আলম মজুমদার, হারুন অর রশিদ, বজলুর রহমান ভূঁইয়া, মোশাররফ হোসেন, মো.শামীম ও আবদুল কাদের প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন গত ২৬ অক্টোবর সিইউএফএল সিবিএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) হওয়ার সম্ভাব্য তারিখ ছিল। কিন্তু তার একদিন আগে সিবিএকে চিঠি দিয়ে এজিএম না করার জন্য অনুরোধ করা হলেও পরের দিন বৃহস্পতিবার সিবিএর সভাপতি প্রার্থী এমরান খানসহ চারজনকে বদলী করা হয়। এজিএম বন্ধের চিঠি দিয়ে চারজন শ্রমিক নেতাকে বদলির আদেশ উদ্দেশ্য প্রণোদিত। এটি প্রত্যাহার না হলে আন্দোলন জোরদার করা হবে। মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে সিইউএফএলের এমডি মো. শহীদুল্লাহ খান বলেন, চারজনকে বদলীর বিষয়টা দাপ্তরিক। উর্ধ্বতন কতৃপক্ষই এটি করেছে। এজিএম বন্ধ করে শ্রমিকদের বদলী করা প্রসঙ্গে তিনি বলেন, কারখানায় পুরোদমে উৎপাদন শুরুর প্রাক্কালে এজিএম না করার অনুরোধ করা হলেও বদলীর ক্ষেত্রে কোন ব্যক্তিগত ইনটেনশন নেই।