চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর আকবর হত্যা মামলা প্রায় সাড়ে তিন বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আমান উল্লাহকে গ্রেফতার করেছে র্যাব। ১২ জুন দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড থানার উত্তর ভাটিয়ারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আমান পটিয়া থানার কোলাগাঁও এলাকার মো. নুরুল ইসলাম ওরফে নুইন্যার ছেলে। জানা গেছে, ২০১৮ সালের ৩ ডিসেম্বর ঠিকাদারির দ্বন্দ্বে জামাল উদ্দিন আকবরকে (৩৪) কুপিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১১ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলার চার্জশিটভুক্ত ২নং আসামি মো. আমান উল্লাহ।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, পটিয়ায় চাঞ্চল্যকর জামাল উদ্দিন আকবর হত্যা মামলার অন্যতম আসামি আমান উল্লাহ দীর্ঘদিন ধরে গাঁ ঢাকা দিয়ে ছিলেন।
সম্প্রতি তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের খবরে রোববার রাতে অভিযান চালিয়ে আমানকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।