আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সাবেক ছাত্রলীগ নেতা রনির সাজা মওকুফ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ১২ ডিসেম্বর ২০২১ ০৫:২২:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে দেওয়া ভ্রাম্যমাণ আদালতের দুই বছরের কারাদণ্ড মওকুফের আদেশ দিয়েছেন আদালত।  রোববার (১২ ডিসেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রাজজ  ফারজানা আকতারের আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৭ মে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি কেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি ও ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ নুরুল আজিম রনিকে আটক করে বিজিবি। ভ্রাম্যমাণ আদালত ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে ইউপি নির্বাচন আইনে তাকে দুই বছরের কারাদণ্ড দেন। পরে তার মুক্তির দাবিতে একই বছরের ৮ মে থেকে টানা প্রায় এক সপ্তাহ ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। ২০১৬ সালের ৩০ জুন নুরুল আজম জামিনে মুক্তি পান।  

চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রাজজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নাছির উদ্দীন বলেন, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে  আপিল করা হয়েছিল। আদালত শুনানি শেষে আপিল মঞ্জুর করে দুই বছরের সাজা মওকুফ করেন।

 

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়