আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভা

মোঃ আয়ুব মিয়াজী: | প্রকাশের সময় : বুধবার ১২ অক্টোবর ২০২২ ০৫:২৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন নবগঠিত বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে উপজেলা নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা নাজির হাটে তরুণ আওয়ামী লীগ নেতা মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবু হানিফ ও সেক্রেটারি আবুল বশর, ২ নং ওয়ার্ডের সভাপতি আজিজুল হক ও সেক্রেটারী কুতুব উদ্দিন হাছান, ৬ নং ওয়ার্ডের সভাপতি আবু হানিফ ও সেক্রেটারী মোঃ ইউসুফ, ৪ নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারি মুন্সী মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি রফিক চৌধুরী ও সেক্রেটারি বরকত আলী, ৫ নং ওয়ার্ড সভাপতি আকতার হোসেন ও সেক্রেটারি মোঃ ইদ্রিস । এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিবলী, বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মাস্টার হুমায়ুন কবির ও শ্রমিকলীগ নেতা এইচ এম আকতার উদ্দিন । প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বেলাল হোসেন মিঠু ।