আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় ২১০০ পিস ইয়াবা সহ ৫ আসামী গ্রেফতার

নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া | প্রকাশের সময় : সোমবার ১৭ এপ্রিল ২০২৩ ০৯:৩১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন কেওচিয়া ইউনিয়নের খুনি বটতল জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হইতে। ২১০০ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল করিম (৫৬),ও মোঃ আবছার উদ্দিন (২৪),কে গ্ৰেফতার করা হয়। মোঃ আব্দুল করিম হল মৃত বশির আহম্মদের ছেলে, অপরদিকে মোঃ আবছার উদ্দিন হল বশির‌ আহাম্মদের ছেলে, তারা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ও ৭ নং ওয়ার্ড বড় ডেইল এলাকার বাসিন্দা। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-২৫, তাং-১৭/০৪/২০২৩ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(খ) রুজু করা হয়।সহকারী পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মোহাং মহিউদ্দিন (৪৫),কে গ্ৰেফতার করা হয়,সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আফজল নগরএলাকার মৃত আবুল হাশিমের ছেলে। এসআই মোঃ নাহিদ আহমেদ সবুজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু দমন মামলার আসামী আনোয়ার হোসেনকে গ্ৰেফতার করা হয়। সে বান্দরবান জেলার লামা থানার বডমোখ‌ এলাকার মৃত আব্দুল মতলবের ছেলে। এএসআই মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মোঃ রিদুয়ান প্রঃ হৃদয়কে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ড কালাইপাড়া এলাকার সৈয়দ আহম্মদের ছেল। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।