আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ায় সেনা ক্যাম্পের ব্যবস্থাপনায় আইন-শৃঙ্খলা নিয়ে মত বিনিময়

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : রবিবার ১১ অগাস্ট ২০২৪ ০৮:১৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

১১ আগস্ট রবিবার বিকেল ৩ ঘটিকার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হল রুমে সাতকানিয়া সেনা ক্যাম্পের ব্যবস্থাপনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ল্যাফটেনেন্ট কর্নেল মীর আলি এজাজ,ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান পারভেজ। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, সাতকানিয়ার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাঃ আবদুল্লাহ আল মামুন,

আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় ল্যাফটেনেন্ট কর্নেল এজাজ বলেন, আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য জণগণের সেবা দিতে সেনা সদস্য ও পুলিশ কাজ করছে,আমরা আসছি নিরাপত্তা জোরদার করার জন্য। সবাইকে শান্ত ও ধৈর্য্য ধারণ করার পরামর্শ দেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় তার জন্য সবার সহযোগিতাও কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির দক্ষিণ জেলা,উপজেলা ও পৌর সভার নেতৃবৃন্দ। জামায়াত ইসলামীর উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।অন্যান্যদের মধ্যে  পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।